মৌলভীবাজারে ঐতিহ্যবাহী মাছের মেলা ক্রেতার সাথে উৎসুক জনতার ভিড়



নিউজ ডেস্কঃ হিন্দু সম্প্রদায়ের পৌষ সংক্রান্তী। আর এই পৌষ সংক্রান্তীকে সামনে রেখে মৌলভীবাজার জেলার কয়েকটি স্থানে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। সিলেট বিভাগের বিভিন্ন হাওড়-নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির এই বড় বড় মাছ সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্থ থেকে হাজার হাজার উৎসুক মানুষ ভীড় করছেন মেলায়।

মৌলভীবাজারের মৎস্য ভান্ডার খ্যাত হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর বাওরের মাছের সমন্বয়ে জেলার শ্রীমঙ্গল, ও কমলগঞ্জ বসেছে দুদিন ব্যাপী এ মাছের মেলা। বুধবার ১৩ জানুয়ারি এ জেলার আরও বেশ কয়েকটি স্থানে আয়োজন করা হয়েছে পৃথক পৃথক মেলার। আর এ মেলায় শুধু মাছ কেনা নয় দেখার জন্য বহু উৎসুক জনতা আগমন ঘটেছে মেলায়।

মেলায় উঠেছে এক মন উজনের দেশীয় মাছ। দামও হাঁকানো হচ্ছে ৮০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত।

মেলার বড় মাছর মধ্যে রয়েছে বাঘা আইর, আইর, বোয়াল, কাতল চিতল রুই মৃগেল, ঘাষ কাপ, কার্পো। উঠেছে ছোট ছোট প্রজাতিরও অনেক মাছ। যা দেখতে বড়দের সাথে এসেছেন ছোটরাও।

দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় মেলার আয়োজন করলে আর এ জন্য মাছ সংগ্র করলে মাছের সঠিক প্রজনন ও বিলুপ্ত প্রজাতি সংরক্ষনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন মেলায় আগতরা।

Post a Comment

Previous Post Next Post