বিজিবি’র বাঁধায় ফুলতলা-বটুলী সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ বন্ধ


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তের বটুলী এলাকায় দু’টি স্থানে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে প্রায় ৭০০ মিটার জায়গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বিএসএফ ওই কাজ বন্ধ রেখেছে। এ ঘটনায় উভয় পক্ষ সীমান্তে তাদের টহল জোরদার করেছে।

বিজিবি’র সূত্র জানায়, ফুলতলা সীমান্তের বটুলী এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা অবস্থিত। রোববার ১০ জানুয়ারি বিএসএফ তাদের সীমান্তের ৭০০ মিটার জায়গায় শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে ১৮২৪ এর ৭ এস পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ওই দিনই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি বিএসএফকে বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বললে বিএসএফ তাতে সম্মত হয়। অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর পরবর্তী সিন্দান্ত নেয়া হবে বলে জানায় বিজিবি। বিজিবি ও বিএসএফ সীমান্তে টহল জোরদার করেছে। বিএসএফ বেড়া স্থাপনের জন্য বিভিন্ন ধরনের মালামাল এনে মজুত করে রেখেছে।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. শহীদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসারে, শূন্য লাইন থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের কথা। কিন্তু, বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ কারণে জরুরিভাবে পতাকা বৈঠক ডেকে তারা বিএসএফের কাছে আপত্তি জানান। বৈঠকে দুই বাহিনীর উচ্চপর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের পক্ষ থেকে জানানো হয়। সীমান্তে টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post