স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে সিভিল সার্জন সহ দুই চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। তারা হলেন, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদকে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে ।
ডাঃ বিনেন্দু ভৌমিক মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক পদে পদায়িত হয়েছেন। এর আগে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন আবাসিক চিকিৎসক এবং বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।
