ছাতকে দিনদুপুরে ব্যবসায়ীর ৭লক্ষ টাকা ছিনতাই

ছাতকে দিনদুপুরে ব্যবসায়ীর ৭লক্ষ টাকা ছিনতাই
বিশেষ প্রতিনিধি:: ছাতকে দিনদুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার পৌর শহরের কালীবাড়ি রোডের জনতা ব্যাংকের নিচে এ ছিনতাইর ঘটনা ঘটে। 
ছিনতাইর ঘটনায় উপজেলা কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের ফারুক মিয়ার পুত্র আশরাফ উদ্দিন বাদী হয়ে রায়সন্তোষপুর গ্রামের আলী হোসেন, সেবুল মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল কাদিরসহ ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলমের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন আশরাফ উদ্দিন। 
বৃহস্পতিবার সকালে ব্যবসায়িক কাজে জনতা ব্যাংক ছাতক শাখা থেকে ৭ লক্ষ টাকা উত্তোলন করেন আশরাফ উদ্দিন। উত্তোলিত টাকা একটি শপিং ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে সড়কে আসামাত্র ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীদের হামলায় আশরাফ উদ্দিন আহত হলে তাকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।

Post a Comment

Previous Post Next Post