কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার



নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। রবিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার থানায় পৌঁছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক ও ডিএসবির ইন্সপেক্টর মো: রজিউল্লাহসহ থানার পুলিশ কর্মকর্তারা।

পরে পুলিশ সুপার পর্যায়ক্রমে অ্যালার্ম প্যারেড, নারী ও শিশু হেল্প ডেস্ক, রেজিস্টার বহি:, থানা চত্বরসহ প্রতিটি বিষয় ও কার্যক্রম খতিয়ে খতিয়ে পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।



এ ছাড়া পুলিশি ভূমিকা ফুটিয়ে তুলতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সসহ গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

Post a Comment

Previous Post Next Post