কুলাউড়ায় এমপি সুলতান মোহাম্মদ মনসুরের শতকোটি টাকার বরাদ্দ



নিউজ ডেস্কঃ ‘আমার গ্রাম, আমার শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে এলাকার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শতকোটি টাকা ইতোমধ্যে জনস্বার্থে এমপি সুলতান মনসুর কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট পাকাকরণ ও ব্রীজ-কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১১৮টি রাস্তা পাকাকরণ, ১১টি ব্রীজ নির্মাণ ও ৪৭টি কালভার্ট নির্মাণ।

ইউনিয়নওয়ারী প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বরমচাল ইউনিয়নের ১৩টি প্রকল্পের মধ্যে ৯টি রাস্তা পাকাকরণ, ১টি ব্রীজ ও ৩টি কালভার্ট নির্মাণ, ভূকশিমইল ইউনিয়নের ১১টি প্রকল্পের মধ্যে ১১টি রাস্তা পাকাকরণ ও ৫টি ব্রীজ নির্মাণ, ভাটেরা ইউনিয়নের ১৩টি প্রকল্পের মধ্যে ৮টি রাস্তা পাকাকরণ, ১টি ব্রীজ ও ৪টি কালভার্ট নির্মাণ, জয়চন্ডী ইউনিয়নের ১৪টি প্রকল্পের মধ্যে ৯টি রাস্তা পাকাকরণ ও ৫টি কালভার্ট নির্মাণ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ১৫টি প্রকল্পের মধ্যে ১০টি রাস্তা পাকাকরণ ও ৫টি কালভার্ট নির্মাণ, কাদিপুর ইউনিয়নের ১৫টি প্রকল্পের মধ্যে ১০টি রাস্তা পাকাকরণ ও ৫টি কালভার্ট নির্মাণ,কুলাউড়া সদর ইউনিয়নের ১৩টি প্রকল্পের মধ্যে ৭টি রাস্তা পাকাকরণ ও ৬টি কালভার্ট নির্মাণ, রাউৎগাঁও ইউনিয়নের ১৫টি প্রকল্পের মধ্যে ১০টি রাস্তা পাকাকরণ ও ৫টি কালভার্ট নির্মাণ, টিলাগাঁও ইউনিয়নের ১২টি প্রকল্পের মধ্যে ৭টি রাস্তা পাকাকরণ, ১টি ব্রীজ ও ৪টি কালভার্ট নির্মাণ, হাজীপুর ইউনিয়নের ৯টি প্রকল্পের মধে ৯টি রাস্তা পাকাকরণ ও ১টি কালভার্ট নির্মাণ, শরীফপুর ইউনিয়নের ১৪টি প্রকল্পের মধ্যে ৯টি রাস্তা পাকাকরণ, ৩টি ব্রীজ ও ২টি কালভার্ট নির্মাণ, পৃথিমপাশা ইউনিয়নের ১৩টি প্রকল্পের মধ্যে ১০টি রাস্তা পাকাকরণ ও ৩টি কালভার্ট নির্মাণ এবং কর্মধা ইউনিয়নের ১২টি প্রকল্পের মধ্যে ৯টি রাস্তা পাকাকরণ ও ৪টি কালভার্ট নির্মাণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post