কুলাউড়ায় করোনা আক্রান্ত হয়ে রিয়াদের মৃত্যু


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরিফুল ইসলাম রিয়াদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রিয়াদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে, তিনি কুলাউড়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ।

জানা যায়, আরিফুল ইসলাম রিয়াদ শারীরিক ভাবে অসুস্থ হলে গত ৭ জুলাই, বুধবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং ৯ জুলাই শুক্রবার তার কোভিড-১৯ পরীক্ষার  রিপোর্ট পজেটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। 

আরিফুল ইসলাম রিয়াদের মৃত্যু বিষয়টি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post