লকডাউন শিথিলের প্রথম দিনেই যেন করোনা বিদায় নিলো



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহর জুড়ে সেই পুরানো দৃশ্য তীব্র যানজট। অলি গলির দোকান সহ ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা। কিন্তু কোথাও মানা হচ্ছেনা করোনাকালীন স্বাস্থ্যবিধি। দেখে মনে হয় করোনা চিরতরে বিদায় নিলো। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। যে স্বাস্থ্যবিধি মানার কথা ক্রেতা ও বিক্রেতাদের তার কোনটাই দৃশ্যমান নয়।

রাস্তা ও দোকানে মানুষের গাদাগাদি করে চলাচল করতে দেখা যায়। কর্মচাঞ্চল্যতায় নেই স্বাস্থ্যবিধির বালাই। কঠোর লকডাউন শিথিল করায় টানা ১৪ দিন পর যেই সেই পুরনো রূপই দৃশ্যমান। শপিংমল ও মার্কেটসহ শহরে সকাল থেকে সকল ধরনের দোকানপাট খোলেছে। তবে দোকান খোলার সাথে চলে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। প্রথম দিকে ক্রেতা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়তে থাকে। বিশেষ করে কাপড় ও কসমেটিকস সামগ্রীর দোকান গুলোতে ভীড় ছিলো লক্ষণীয়। শহরের প্রতিটি মোড়ে গণপরিবহন ও প্রাইভেট গাড়ির যানজট ছিলো অন্যদিনের তোলনায় অতিরিক্ত। দুরপাল্লার গণপরিবহনসহ শহরের ভেতর চলাচলকারী  টমটম ও সিএনজি চালিত অটোরিকশাগুলোতে গাদাগাদি করে যাত্রী বহনের দৃশ্য চোখে পড়ে। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে অন্যদিনের মতো কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি।

Post a Comment

Previous Post Next Post