আশরাফুল ইসলাম জুয়েল: কুলাউড়া উপজেলা রাউৎগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড মুকুন্দপুর এলাকার অসহায় হতদরিদ্রদের মধ্যে সমাজসেবক লিটন হোসাইনের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (৪ ফ্রেবুয়ারী) দুপুর ২ঘটিকায় হাজী এস কে কনর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে সাবেক ইউপি সদস্য এম এ করিমের সভাপতিত্বে ও আব্দুল আজিজ শামিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মহরী, কুটু খান, বকুল মিয়া, শেখ মানিকুজ্জাম্মান, বাতির মিয়া, মছব্বির মিয়া,রাশিদ আলী,রজাক মিয়া, আফতাব আলী, আইয়ূব আলী, মাহমুূুর রহমান দানা মিয়া, মজম্মিল আলী,ইদ্রিস মিয়া, আত্তর মিয়া, মোহাম্মদ আব্দুল গণি, ময়না মিয়া,, বিনদ মালাকার, লিটন হোসাইন, রিপন হোসাইন, স্বপন আহমদ, রিয়াজ আহমদ, রাসেল হোসাইন, রায়েল আহমদ প্রমুখ ।
উল্লেখ্য এলাকার ৭৫০ জন অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।
