বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের দাবি



নিউজ ডেস্কঃ কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে টেলিভিশন চ্যানেলটিকে ‘বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের’ মুখপত্র বলে আখ্যা দিয়ে ‘বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ ‘বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের’ অপরাধে আল-জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জামায়াতে ইসলামীর ‘পেইড এজেন্ট’ ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায়।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আল-জাজিরা বহু আগে থেকেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে চলেছে। জঙ্গিবাদকে উসকে দেওয়ার কাজও তারা সুচারুভাবেই চালিয়ে যাচ্ছে। এবার তারা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আল-জাজিরা কর্তৃক বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র অতীতের মতো ভবিষ্যতেও রুখে দেবেন দেশের সচেতন নাগরিকেরা।’

মানববন্ধনে অন্যদের মধ্যে মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি নূর আলম, রোমান হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিলন ঢালী ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

Post a Comment

Previous Post Next Post