তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ



নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এতে সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি থেকে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকায় বিরাজ করছে অগ্নিকান্ডের আতঙ্ক। অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ৭টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশপাশের ছড়ায় জালানি তেল ভেসে যাচ্ছে। 

Post a Comment

Previous Post Next Post