নিউজ ডেস্কঃ “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্ত জনে” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার আয়োজনে মৌলভীবাজার জেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন করা হয়।
২ জানুয়ারি শনিবার দিবসের তাৎপর্য তুলে ধরে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনূর রশিদ এর সভাপত্বি এবং মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আলোচনা স্ভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আদিল মোত্তাকিম। বক্তব্য রাখেন শাহীন খান, শওকত হোসেন সরকার, সিদ্ধার্থ শংকর রায়, ডা: এ,কে এম,জিল্লুল হক, নজরুল ইসলাম মুহিব প্রমুখ।