কুলাউড়ায় শীতার্ত মানুষের মধ্যে সোস্যাল কেয়ার অব নেশনের শীতবস্ত্র বিতরণ


মাসুদ আহমেদঃ কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশন এর উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় ইউনিয়ন ভিত্তিক শীতবস্ত্র বিতরণের কর্মসূচির অংশ হিসেবে  কর্মধা ইউনিয়নের প্রায় শতাধিক শীতার্থ পরিবারের মধ্যে  শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শুক্রবার বিকেলে কর্মধা ইউনিয়নের কর্মধা উচ্চ বিদ্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সালাউদ্দিন আল সালোক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাইফুর রহমান সিদ্দিক।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সংগঠনের উপদেষ্টা ডা: হেমন্ত চন্দ্র পাল, লংলা আধুনিক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক গোলাপ মিয়া ও আক্তার হোসেন, স্থানীয় বিশিষ্ট সংগঠক বাবুল মিয়া, সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, খায়রুল কবির জাফর, সোহেল আহমেদ, জামিল আহমেদ চৌধুরী, মোহাইমিন ইসলাম মাহিন, সফি আহমেদ, সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সৈয়দ আজিজুল ইসলাম, ফয়সাল আহমেদ, তাহমিদ খান শাওন, অলক চন্দ, সুমন আহমেদ, সাঈদ আহমেদ।

বক্তব্য পর্ব শেষেই সুশৃঙ্খল ভাবে শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র গুলো তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ -বৃদ্ধারা সকলেই বস্ত্র হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 


সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েম আহমেদ, আশিকুল ইসলাম বাবু, মেহেদি হাসান, মাজহারুল ইসলাম টিপু, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাসুদ আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ তানিম, তুহিন আহমেদ, সৈয়দ আবির হোসেন, মাছুম বিল্লাহ, সৈয়দ তুহিন, সৈয়দ আশফাক উদ্দিন (সিয়াম), সৈয়দ রাকিব আহমেদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post