নিষেধাজ্ঞা প্রত্যাহার; সৌদিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু



আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন ঠেকাতে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব। রোববার থেকে সাগর, স্থল ও আকাশপথে ফের দেশটিতে প্রবেশ করা যাবে বলে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) জানিয়েছে।

যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে করোনাভাইরাসে নতুন একটি ধরন ছড়িয়ে পড়ার পর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি। দুই সপ্তাহ পার হওয়ার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও করোনাভাইরাসজনিত কিছু বিধিনিষেধ বজায় রাখা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনাভাইরাসের নতুন ধরনটি ছড়িয়েছে সেসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের আগে অন্তত ১৪ দিন ওই দেশগুলোর বাইরে অবস্থান করতে বলা হয়েছে।

দেশটিতে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। বর্তমানে সৌদিতে শনাক্ত রোগীর সংখ্যা কমে আসছে এবং মৃত্যুও হ্রাস পাচ্ছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪৮৮জন। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ২৩০ জনের।


Post a Comment

Previous Post Next Post