রবীন্দ্রসঙ্গীত বিকৃতি: রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ


অনলাইন ডেস্কঃ রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। সংগঠনের সদস্যরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীতের কলির সঙ্গে অশ্লীল শব্দ ব্যবহার নিয়ে নানা মহলে জলঘোলা হওয়ার পর অবশেষে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত কিছু তরুণ-তরুণীর ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা "চাঁদ উঠেছিলো গগনে" এর সঙ্গে অশ্লীল শব্দসহ পিঠে লিখে বসন্ত উৎসবে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন তরুণী। ওই ছবি সামাজিক যোগাযোগ আসার পর ঘটনার নিন্দায় প্রতিবাদের ঝড় ওঠে।

শিক্ষক সংগঠনের এক সদস্য বলেন, 'এই ঘটনা মেনে নেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করতে এমন অশ্লীল শব্দ ব্যবহারের কোনও অধিকার নেই তার। প্রয়োজনে পশ্চিমবঙ্গের প্রায় সব থানায় আমরা তার বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের করবো।'

তিনি আরও বলেন, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনও আইনি পদক্ষেপ নেয়নি, প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় এবার তাই আমরাই রোদ্দুর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ যাতে হয় তার জন্যে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিই'।

পুলিশ জানিয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Post a Comment

Previous Post Next Post