ইরানকে ৫০ হাজার কিট দিলো রাশিয়া


অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে ৫০ হাজার কিট দিলো রাশিয়া।
কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয়। চীনের উহান শহর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ইরান যখন জোর প্রচেষ্টা চালাচ্ছে তখন এ রাশিয়া এসব কিট পাঠালো।

রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার বলেন, দেশটির সরকার করোনাভাইরাস সনাক্ত করতে তেহরানের দূতাবাসকে ৫০ হাজার কিট দিয়েছে। খুব শিগগিরই এসব কিট তার দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে সরবরাহ করা হবে।

রাষ্ট্রদূত জালালি করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে স্বাস্থ্যখাতে সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, ইরানও নিজস্ব প্রযুক্তিতে করোনাভাইরাস সনাক্তকরণ কিট তৈরি করছে। এসব কিট চলতি মাসের ২০ তারিখে বাজারে আসার কথা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post