তিনটি নতুন থার্মাল স্ক্যানার বিমানবন্দরে


নিউজ ডেস্কঃ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন তিনটি থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন তিনটি থার্মাল স্ক্যানার বসেছে।  

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নষ্ট হওয়া দুটি স্ক্যানারের একটি মেরামত করা হয়েছে। আরেকটি নষ্ট স্ক্যানারের পরিবর্তে নতুন স্ক্যানার বসানো হচ্ছে। এছাড়া বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি থার্মাল স্ক্যানার বসানো হয়।  

গত ২১শে জানুয়ারি থেকে শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়। এর অংশ হিসেবে বিদেশ ফেরত যাত্রীদের থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা পরিমাপসহ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post