ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর


নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের মসজিদে সন্ত্রাসী হামলার এক বছর আজ।  
২০১৯ সালের ১৫ই মার্চের এদিনে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর ভয়াবহ হামলায় প্রাণ হারায় ৫১ জন নিরীহ মানুষ। আহত হয় অর্ধশত। নিউজিল্যান্ডের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে বন্দুক নিয়ে হামলা চালায় কট্টর ডানপন্থি ও অভিবাসীবিরোধী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারান্ট।  

আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে পুরো ঘটনা ফেইসবুকে লাইভ করে ছড়িয়েও দেয় সে। হামলার পরপরই মুসলমান সম্প্রদায়ের পাশে দাঁড়ান দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর হয় দেশটির আইন।

টারান্টের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মোট ৯২টি অভিযোগ গঠন করা হয়েছে। আজ বর্ষপূতি উপলক্ষ্যে স্মরণসভা আয়োজন করার কথা থাকলেও করোনা আতঙ্কে শনিবারই অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post