রমজানে ভেজালরোধ ও মূল্য নিয়ন্ত্রণে রাখার সুপারিশ


অনলাইন ডেস্কঃ আসন্ন রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালরোধে ও মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মো. সেলিম, মো. আব্দুল হাই এবং আঞ্জুম সুলতানা অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত মৌসুমের খাদ্যশস্য সংগ্রহ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয় আসন্ন বোরো সংগ্রহ ২০২০ মৌসুমে ৬৪টি জেলায় অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও যেসব জায়গায় কাঁচামাল উৎপাদিত হয় সেগুলো সরকারিভাবে সরাসরি ক্রয় এবং মনিটরিং করার সুপারিশ করা হয়।

খাদ্য অধিদপ্তরের অধীনস্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর শূন্য পদ নিয়োগের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে খাদ্য অধিদফতর পর্যায়ক্রমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি, ২০২০ (খসড়া) সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও আনুষঙ্গিক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে পর্যালোচনা করে এ বিষয়ে সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য পরামর্শ দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post