সৈয়দ মহসিন আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার: কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে প্রয়াত বীরমুক্তিযোদ্বা সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের পর তার কবরে ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়। এ সময় সাবেক এমপি সৈয়দা সায়রা মহসীন ছাড়াও মন্ত্রীর পরিবারবর্গ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


পরে শ্রীমঙ্গল রোডস্থ নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্বা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনর আয়োজনে সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তারা সৈয়দ মহসীন আলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
২০১৪ সালের ১২ই জানুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।

Post a Comment

Previous Post Next Post