ব্রিটিশ এয়ারওয়েজের কায়রোগামী সব ফ্লাইট বাতিল


অনলাইন ডেস্কঃ নিরাপত্তাজনিত কারণে এক সপ্তাহের জন্য মিশরের রাজধানী কায়রোগামী সব ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

ঠিক কী ধরনের নিরাপত্তা ইস্যুর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ। খবর বিবিসির।

তবে, কায়রো এয়ারপোর্টের এক মুখপাত্র জানিয়েছেন- ফ্লাইট বাতিলের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রিটিশ এয়ারওয়েজ।
ফ্লাইট বাতিলের বিষয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করে থাকি। সে কাজের অংশ হিসেবে পূর্বসতর্কতামূলকভাবে কায়রোগামী আমাদের ফ্লাইটগুলো ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে।’

‘যাত্রীদের নিরাপত্তা সব সময় আমাদের কাছে অগ্রাধিকার পায়। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোনো ফ্লাইট পরিচালনা করব না আমরা।’

Post a Comment

Previous Post Next Post