বাংলাদেশ সফরে আর আসা হচ্ছে না জিম্বাবুয়ের


স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মানেই আইসিসির কাছে নিয়মবহির্ভূত কাজ। এমন সংশ্লিষ্টতায় জিম্বাবুয়েকে বহিষ্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সফর সূচি ও ঘরোয়া ক্রিকেট আয়োজনে পুরোপুরি অপারগ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ফলে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারছে না তারা। নিজেদের সরিয়ে নিয়েছে আসন্ন সফর থেকে।

সেপ্টেম্বরে আফগানিস্তান, জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করার কথা বাংলাদেশের। এখন জিম্বাবুয়ে নিজেদের সরিয়ে নেওয়ায় সেই সিরিজটি রূপ নিচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ বিষয়ে চিন্তিত নয়। বরং তারা জানিয়েছে জিম্বাবুয়ের সফর করার সিদ্ধান্ত পুরোপুরি তাদের ওপরই নির্ভর করছে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বহিষ্কারাদেশের পর পর বিবৃতিতে জানিয়েছে নিজেদের সার্বিক অবস্থা। এর ফলে এখন ঘরোয়া ক্রিকেটও পুরোপুরি বন্ধ। এমনকি পুরুষ ও নারীদের ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণও অনিশ্চিত!

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আর্থিক সঙ্কটে আছে বেশ অনেক বছর ধরে। এই সঙ্কটে বেশ কিছু সিরিজও আয়োজন করতে পারেনি তারা।

নতুন করে নিষেধাজ্ঞার ফলে বোর্ড জানিয়েছে, স্টাফ-ক্রিকেটারদের এখন হয়তো কাটাতে হবে বেতন ছাড়াই।

এদিকে আইসিসির এমন সিদ্ধান্তের পর জিম্বাবুয়ের অনেক ক্রিকেটারই ক্যারিয়ারের শেষ দেখছেন! সিকান্দার রাজা জানিয়েছেন, শুধু তারই নয় অনেক ক্রিকেটারের ক্যারিয়ারই এখন হুমকির মুখে। ইতোমধ্যে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন অলরাউন্ডার সোলোমন মিরে।

আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকা আইসিসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
সূত্র: ক্রিকইনফো

Post a Comment

Previous Post Next Post