চীনে গ্যাস প্লান্টে বিস্ফোরণ, নিহত ১৫


অনলাইন ডেস্ক: চীনের হেনান প্রদেশের একটি গ্যাস প্লান্টে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন সমসংখ্যক মানুষ। 

সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইমা শহরের হেনান কোল গ্যাস কোম্পানির প্লান্টে এই বিস্ফোরণ হয়। সরকার প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের চিকিত্‍‌সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রালয়ের একটি দল ঘটনাস্থলে গেছে। অসুস্থদের চিকিত্‍‌সা দিতে জাতীয় স্বাস্থ্য কমিশনেরও একটি মেডিকেল টিম সেখানে গেছে। 

Post a Comment

Previous Post Next Post