চা বাগানে বজ্রপাতে ১২ চা শ্রমিক আহত


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে ১২ জন চা শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হাজিনগর চা বাগানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বাগানের পঞ্চায়েত কমিটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকেই রাজনগরে বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। দুপুর ২টার দিকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান এলাকায় চা পাতা তুলছিলেন শ্রমিকরা। ঝড় শুরু হলে নারী চা শ্রমিকরা বাগানের ৭নং সেক্শনের ওজন মাপার ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ১২ জন চা শ্রমিক আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত অবস্থায় সর্দার মন্টু গড়াই (৪৭), নারী শ্রমিক বৃন্দা রাজভর (৪৫), জানকি দাস (৪২), কিরণমালা (৩৫), সারথি গড়াই (৩২), আমিনা বেগমকে (২৫) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসাইন জানান, ঝড়ের সময় শ্রমিকরা ওজন মাপার ঘরে আশ্রয় নিয়েছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে বাগানের চিকিৎসককে দেখানো হয়। কয়েকজনকে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post