দুই হাজার তিমি শিকার করবে আইসল্যান্ড


অনলাইন ডেস্কঃ ব্যাপক সমালোচনা সত্ত্বেও পাঁচ বছরের মধ্যে দুই হাজারের বেশি তিমি শিকার করবে আইসল্যান্ড।

আইসল্যান্ডের মৎস্যসম্পদ মন্ত্রী ক্রিস্টজান টোর জুলিয়াসন জানিয়েছেন, টেকসই এবং সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে এ সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে।

এ ঘোষণায় পরিবেশবাদীরা ক্ষেপেছে কর্তৃপক্ষের ওপর। তবে তার পরেও অটল দেশটির সরকার। তাদের অভিযোগ, আইসল্যান্ড সরকার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না মেনে এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবেশবাদীরা প্রতিবাদ করছেন।
২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর দেশটিতে ২০৯টি ফিন তিমি এবং ২১৭টি মিনকে তিমি হারপুন দিয়ে মারার অনুমোদন দেওয়া হবে।

Post a Comment

Previous Post Next Post