মৌলভীবাজারে সাংবাদিকদের তিন দিন ব্যাপী কর্মশালা শুরু

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শনিবার ২৩ ফেব্রুয়ারি সকালে সার্কিট হাউজ হল রুমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট তথ্য মন্ত্রণালয়ের আয়জনে নবজাতক শিশু ও নারী স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় এ কর্মশালা শুরু হয়।
৩দিন ব্যাপী এ কর্মশার উদ্বোধন করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ট্রেনিং ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সভাপতি আবদুল হামিদ মাহবুব, প্রেসক্লাবের সহ সভাপতি হুমায়েদ আলী শাহীন, সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক এডভোকেট রাধা পদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকশি মিছবাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী,সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি সহ ইলেকট্রনিক মিডিয়ার ৩১ জন সাংবাদিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল হক, জেলা তথ্য অফিসার কাজী ওমর খৈয়াম, জেলা শিশু বিষায়ক কর্মকতা মোঃ জসিম উদ্দিন, রেডিও পল্লি¬কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহদি হাসান প্রমুখ।
আগামী ২৫ ফেব্রুয়ারি কর্মশালার শেষ হবে।

Post a Comment

Previous Post Next Post