দীপিকার এনগেজমেন্ট রিংয়ের দাম কত?


বিনোদন ডেস্কঃ অবশেষে সাত পাকে বাঁধা পড়েছে বলিউডের দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইতালিতে কোঙ্কনি এবং সিন্ধ্রি— দুই প্রথাতেই বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন এই তারকা জুটি। লাল শাড়ি, সোনার ওড়না ও গয়নায় দীপিকাকে দেখে খুশি তাঁর অনুরাগীরা। নজরে এসেছে নায়িকার এনগেজমেন্ট রিংও। কিন্তু তার দাম কত জানেন?

বিয়েতে দীপিকার হাতে অনেকগুলো আংটি দেখা গেছে। অনামিকায় ছিল এনগেজমেন্ট রিং। হিরা এবং প্ল্যাটিনামের মিশেলে তৈরি ওই আংটি দীপিকাকে উপহার দিয়েছেন রণবীর। বলিউড মহলের মতে, এই আংটির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

Post a Comment

Previous Post Next Post