কুলাউড়ায় সমাজ কল্যান সংস্থার অভিষেক সম্পন্ন


স্টাফ রিপোর্টার: “অযত্ন-অবহেলা নয় সুষ্ট ধারার সমাজ ব্যবস্থা আমাদের কাম্য” স্লোগানকে সামনে রেখে কুলাউড়ার আলালপুরে সমাজ কল্যান সংন্থার কমিটি গঠন ও অভিষেক অনুষ্টান ১৬ নভেম্বর শুক্রবার বিকেলে কুলাউড়ার আলালপুরে সংন্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়।

এ সময়ে মোঃ হাবিবুর রহমান টিপুকে সভাপতি ও রায়হান আহমদ রাহাতকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আলালপুর সমাজ কল্যান সংস্থার কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন শেষে কেক কেটে মমের প্রজ্জলি দিয়ে এ সংস্থার আনুষ্টানিকতা সম্পন্ন করেন অতিথি বৃন্দ।

অভিষেক অনুষ্টানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আব্দুশ শহিদ লেবু, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আব্দুল জব্বার বাবলু, ছাত্রদল নেতা রেজাউল আলম ভূইয়া খোকন

আমন্তিত অতিথি ছিলেন সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সমাজ সেবক মাহবুব আকরাম আতিক, সাংবাদিক মোঃ মহিউদ্দিন শিপু। এছাড়া ও ছাত্রদল নেতা অনিক, সংস্থার সদস্য মোঃ নাহিদ, মোঃ রুয়েছ আহমদ, মাছুম আহমদ, টিটু, সমরাট দাস সহ অন্যানরা উপস্থিত ছিলেন। শেষে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে সংস্থার অভিষেক অনুষ্টান সম্পন্ন হয়।

Post a Comment

Previous Post Next Post