কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীর মৃত্যু


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার গাজীপুর-ফুলতলা সড়কের গাজীপুর চা বগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ২টার দিকে এসকে রানা (৪৩) নামক এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত রানা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোবিন্দবাটি (কাটাজুড়ি) গ্রামের ফজলু খা’র ছেলে।

জানা যায়, কুলাউড়ার গাজীপুর চা বাগান  সড়কে কৃষ্ণর দোকান নামক স্থানে এসকে রানা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধ্বাক্কা খান। এতে তার মাথার হেলমেট ভেঙে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া পৌর কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন জানান, রানার লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post