স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া সদর ইউনিয়নের কালিটি চা বাগানের পাশে জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শান্তি অলমিক (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই চা বাগানের চা শ্রমিক গোপাল অলমিকের মেয়ে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই বাগানের পাশে অবস্থিত একটি বস্তির পূর্ব পাশে ১৪নং সেকশন এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কুলাউড়ার কালিটি চা বাগানের পাশে অবস্থিত একটি বস্তির পূর্ব পাশে ১৪নং সেকশন একটি জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কিশোরীর বাবা গোপাল অলমিক জানান, কাজ শেষে রাতে বাড়ি এসে খাওয়া-দাওয়া করে বাপ-মেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে খবর পাই, মেয়ের লাশ গাছে ঝুলছে। তিনি আরও বলেন, কয়েক বছর আগে তার মা মারা গেছেন। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।
তবে কুলাউড়া থানার এএসআই মো. রিয়াদুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর মূল কারন জানা যাবে।