ডি মারিয়ার গোলে রক্ষা পিএসজির


অনলাইন ডেস্কঃ ডি মারিয়ার গোলে শেষ মুহূর্তের নাপোলির কাছে পরাজয়ের হাত থেকে বেঁচেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুইবার পিছিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে শেষ রক্ষা করেছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই নাপোলি রক্ষণভাগে চাপ সৃষ্টি করে নেইমার-এমবাপ্পে-কাভানিরা। তবে প্রথমে এগিয়ে যায় নাপোলিই। ২৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লরেঞ্জো ইনসিন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

৬১ মিনিটে মারিও রুইয়ের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে পিএসজি। লিড নিতে অবশ্য বেশি সময় নেয়নি নাপোলি। ৭৭ মিনিটে মারটেনসের গোলে আবারও এগিয়ে যায় তারা। গোল শোধ করতে মরিয়া পিএসজি বারবারই হানা দিয়েছে নাপোলি রক্ষণভাগে। কিন্তু কিছুতেই যেন সেই দুর্গ ভাঙতে পারছিল না টুখেলের দল। শেষ পর্যন্ত ডি মারিয়াই রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে ৯৩ মিনিটে। এই ড্রয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তৃতীয় স্থানে আছে পিএসজি। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি।

Post a Comment

Previous Post Next Post