কুয়েতে গাছের সঙ্গে ফাঁস দিয়ে বাংলাদেশির আত্মহত্যা


অনলাইন ডেস্কঃ কুয়েতে সালমিয়া অঞ্চলে গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক বাংলাদেশি। নিহতের নাম মোহাম্মদ মিজানুর রহমান (৪০)। পিতার নাম রিয়াজ উদ্দিন। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের নয়দক্ষিনবাগ গ্রামে।

বৃহস্পতিবার সকালে সালমিয়া লাল মসজিদ সংলগ্ন একটি গাছে ঝুলন্ত লাশ দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে পথচারীরা খবর দিলে পুলিশ এসে তদন্তের জন্য সেই লাশ নিয়ে যায়। প্রতিবেশীদের মতে মিজানুর বুধবার মধ্য রাতে কোন এক সময় গাছে ফাঁস দিয়েছে।

মৃতের ভগ্নিপতি ফজলু মিয়া জানান, মিজান চার মাস পূর্বে উচ্চ মূল্য দিয়ে ফ্রি ভিসা নিয়ে একটি কোম্পানীতে আসে। তথ্যমতে সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরেও আকামা পায়নি মিজান। এই সমস্যা নিয়ে সব সময় চিন্তিত ছিলো মিজান।

Post a Comment

Previous Post Next Post