বঙ্গোপসাগরে ফের ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ


অনলাইন ডেস্কঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের এফবি ইলিয়াস নামে একটি ট্রলার ডুবির ঘটনায় ৬ জেলে নিখোঁজ রয়েছে।

নিমজ্জিত ট্রলাররের উদ্ধার হওয়া মাঝি মনির জানান, বুধবার দিবাগত রাত ১১টায় জোরার বয়া এলাকায় উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের নজিবপুর গ্রামের ইলিয়াসের এফবি ইলিয়াস ট্রলারটির ১৩ জেলের মধ্যে ৭ জেলেকে অন্য একটি মাছধরা ট্রলার উদ্ধার করেছে।

নিখোঁজ ৬ জেলের সন্ধান চলছে। নিখোঁজ জেলেরা হলেন- নজিবপুর গ্রামের আ. কাদের (৩৮), মাহাবুব (২৮), সাইফুল (২৫), ইব্রাহিম খান (২৫) ও কলাপাড়া থানার চাকমইয়ার ইউনিয়নের সিদ্দিক হাওরাদার (৩০) এবং বরগুনার খাকবুনিয়া এলাকার আল-আমিন (২৬)।
এর আগে এফবি মার্জিয়া নামের আরেকটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে। বুধবার রাতে ওই ট্রলার ডুবির ঘটনায় কেউ নিখোঁজ না থাকলেও মাছধরা ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন ট্রলার মালিক মহিপুর থানার আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা।

Post a Comment

Previous Post Next Post