স্নেইডারের বিদায়ী ম্যাচে ডাচদের জয়


স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন ওয়েসলি স্নেইডার। গতকাল রাতে তার বিদায়ী ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ডাচরা। আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে দলটির জয়ে জোড়া গোল পান মেমপিস ডিপাই।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে স্নেইডার বলেন, ‘এটাই শেষ, এটা সম্পন্ন হয়ে গেছে। অরেঞ্জ জার্সিতে এটাই আমার শেষ। সবকিছুরই শেষ থাকে।’

একুশ শতকে ইউরোপীয়ান সবচেয়ে দ্ক্ষ মিডফিল্ডারদের মধ্যে অন্যতম স্নেইডার। নেদারল্যান্ডসের জার্সিতে এটা ছিল তার ১৩৪তম ম্যাচ। তার বর্ণিল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও আয়াক্সের মতো ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলেছেন ৩৪ বছর বয়সি এ তারকা।

উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

Post a Comment

Previous Post Next Post