নতুন বিজ্ঞাপনে মাশরাফি

নতুন বিজ্ঞাপনে মাশরাফি


অনলাইন ডেস্কঃ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার মনে ঠাঁই করে নেয়া স্বপ্নের নায়কের নাম এখন মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন দেশসেরা এ ক্রিকেটার। মেহেদী হাসিবের পরিচালনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। খুব শীঘ্রই দেশের সবগুলো চ্যানেলে প্রচারিত হবে ডেকো সুপার ডুপার কুকিজের ওই বিজ্ঞাপনটি।

পরিচালক মেহেদী হাসিব জানান, কোন খেলোয়াড়কে নিয়ে কাজ এই প্রথম, তার ওপর মাশরাফি বিন মুর্তজা বলে কথা। সব প্রস্তুতি আগেই সেরে নেয়া ছিল, তারপরেও একটু উত্তেজনা কাজ করছিল। তবে সব কিছুই সহজ হয়ে ধরা দিল মাশরাফি ভাইয়ের সহযোগিতার কারণে। শুটিং সেটে একদম সাধারণ মানুষ হয়েই ধরা দিলেন আমাদের মাঝে। চমৎকার এক মানুষ, বোঝাপড়াটা তাই ভালো হয়েছে আমাদের। আশা করি বিজ্ঞাপনটি নজর কাড়বে সবার।এক শটে দৃশ্যায়নগুলি ক্যামেরাবন্দী করতে বিশাল সেট তৈরি করেছি আমরা। এই ফরমেটে সম্ভবত আমরাই প্রথম কাজ করছি।
বিজ্ঞাপনটির ক্রিয়েটিভ হেড পনি আবেদিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ম্যাক্স রহমান। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ডট থ্রি প্রোডাকশন হাউস থেকে।

Post a Comment

Previous Post Next Post