অনলাইন ডেস্কঃ লন্ডনে এখন বান্ধবীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাইফ-কারিনার ছেলে ছোট্ট নবাব তৈমুর।
তৈমুরের বান্ধবী কাইনাত হল এমটিভি রোডিসের জনপ্রিয় সঞ্চালক রণবীজয় সিংয়ের মেয়ে। সেই কাইনাতের সঙ্গেই লন্ডনের কোনো এক পার্কে বসে খেলাধুলা করতে দেখা গেছে তৈমুরকে। যদিও তৈমুরের মুখ দেখে মনে হল খেলাটা তার বিশেষ পছন্দ হচ্ছে না। তবে কাইনাত বেশ মজাতেই ছিল।
সম্প্রতি লন্ডনে তার নতুন বান্ধবী কাইনাতকে পেয়েছে তৈমুর। ছুটির দিনগুলো তার সঙ্গে কাটাচ্ছে ছোট্ট নবাব। দিনগুলো মন্দ কাটছে না তা মাঝেমধ্যে ভাইরাল হওয়া তৈমুরের ছবি থেকেই বোঝা যাচ্ছে। খবর ভারতের জিনিউজ পত্রিকার।
এদিকে ছেলেমেয়েদের খেলাধুলার মাঝে কারিনাকে আড্ডা দিতে দেখা গেল কাইনাতের মা প্রিয়াংকা সিংয়ের সঙ্গ