স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে নিয়োজিত সামাজিক সংগঠন "এভারগ্রীণ হাজীপুর " এর উদ্যোগে ২২ জুন শুক্রবার দ্বিতীয় ধাপে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। লন্ডন প্রবাসী জনাব এএসএম হুমায়ুন বকস্ ও এভারগ্রীণ হাজীপুর এর প্রধান পৃষ্টপোষক জনাব এএসএম রায়হান বকস্ (মান্না)র ব্যাক্তিগত অর্থায়নে অত্র ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় প্রায় তিনশতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে এই সব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ সহ "এভারগ্রীণ হাজীপুর" এর সকল সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মিজানুর রহমান রুহিন ও সাধারন সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ জানান যে, নদী ভাঙ্গন দেখা দেয়ার পর থেকেই বন্যার্ত মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে এভারগ্রীণ হাজীপুর।
সংগঠনের প্রধান পৃষ্টপোষক লন্ডন প্রবাসি এএসএম রায়হান বকস্ এই নিয়ে বন্যার্তদের মধ্যে টানা তিনবার ত্রাণ সামগ্রী দিয়েছেন। সংগঠনটি কুলাউড়ার মধ্যে এক রুল মডেল হিসেবে কাজ করে যাচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে