স্টাফ রিপোর্টার: কুলাউড়া এসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্ট এর উদ্দ্যোগে কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
২২ জুন শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ঘর বাড়ি বানানোর জন্য টিন এবং ৩৫ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে সহোযোগী সংগঠন হিসেবে সাহায্য করে "রুরাল টু আরবান, সিলেট"।
এছাড়াও যারা সহযোগিতা করেছেন কুলাউড়া এসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্ট এর উপদেষ্টা ডা. প্রদিপ কুমার রয়, ডা. সাম্য দাস, ডা. তাহমিদ তাহী, ডা.শাকিল রহমান , ডা.সৈয়দ সাদী, ডা. মোহাম্মাদ জাকারিয়া, ডা. শিবনাথ ভট্টাচার্য, ডা. জুনেদ আহমেদ, হাসান বনি, রুহান চৌধুরী, এ কে এম শাহরিয়ার , শাহ রিয়াদ, সাথিয়া কাদির, শাহ মোহাম্মদ সাহানশাহ, মুফতি শরীফ, সাদমান সাদি এবং আন নজির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মাহদী।
সার্বিক সবকিছুর তত্তাবধায়নে ছিলেন কুলাউড়া এসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্টস এর উপদেষ্টা ডা. তাহমিদ আব্দুল্লাহ চৌধুরী।
কুলাউড়া এসোসিয়েশন অব মেডিকেল স্টুডেন্ট এর সভাপতি মেহেদি হাসান অনিক ও সাধারণ সম্পাদক হোসাইন মোস্তাক তানিম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমরা ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবো।