বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শর্ট ফিল্মের অনলাইন প্রিমিয়ার


অনলাইন ডেস্কঃ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা নারীদের সঙ্গে নোবেল জয়ী নারীদের অংশগ্রহনে পাঁচ মিনিটব্যাপী 'স্ট্যান্ডিং উইথ রোহিঙ্গা ওমেন'-শর্ট ফিল্মের অনলাইন প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। 

নোবেলজয়ী এই তিন নারী হলেন- নর্দান আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান। তারা গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির সফর করেন। বাংলাদেশের নারী অধিকার সংস্থা নারীপক্ষ ছিল তাদের ওই সফরের অন্যতম অংশীদার। 

শর্ট ফিল্মটিতে মিয়ানমার সামরিক বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গা নারীদের বিষয়ে তুলে ধরা হয়েছে। ওই নারী মানবাধিকারকর্মীরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নারীদের সঙ্গে সাক্ষাতে নিশ্চিত হন যে, 'বার্মিজ মিলিটারি' কর্তৃক রোহিঙ্গা নারীদের ওপর চালানো এ ধরনের নির্যাতন মিয়ানমার রাষ্ট্রস্বীকৃত গণহত্যার একটি অংশ। 

Post a Comment

Previous Post Next Post