চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সংবর্ধনা



কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। ১৮ই মার্চ রবিবার বিকালে চুনঘর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম বদরের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক সামছুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়ের  প্রতিষ্টাতা, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও আমেরিকান প্রবাসী সিরাজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংলা ডিগ্রি কলেজ প্রতিষ্টাতা সদস্য সচিব ও কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি  আব্দুল মোক্তাদির তোফায়েল, বিশিষ্ট সাংবাদিক ও লন্ডন প্রবাসী কামাল হাসান, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী কামাল ইবনে শহীদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও লন্ডন প্রবাসী ফয়জুল ইসলাম, সাবেক যুবনেতা ও ফ্রান্স প্রবাসী পারভেজ রশীদ খান,সাবেক ছাত্রনেতা ও প্রবাসী অমলেশ দেব নাথ, চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন,চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন। অনুষ্টানে অতিথিরা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের  অভিনন্দন জানিয়ে এই বিদ্যালয়ের পাশে থাকার  আশ্বাস প্রদান করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করবেন।

Post a Comment

Previous Post Next Post