আরবী ভাষা শিক্ষায় কুলাউড়ার সুবেকের কৃতিত্ব

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়ার আশরাফ আলী সুবেক আরবী ভাষা শিক্ষা কোর্সে জিপিএ ৫ অর্জন করেছে।

জানা যায় মৌলভীবাজার সরকারী কলেজের অধীনে বিদেশী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের তিন মাস মেয়াদী আরবী ভাষা শিক্ষা কোর্সে চূড়ান্ত পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। সে কুলাউড়ার হিংগাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল ১ম বর্ষে অধ্যায়নরত। পাশাপাশি সুবেক পৌর শহরের কুলাউড়া প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। এছাড়া সে বাল্য বিবাহ প্রতিরোধ ক্লাব মৌলভীবাজার জেলার সদস্য, নিজামিয়া বিশ্বকুটি (রঃ) স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক, ভবানীপুর ইসলামি আদর্শ সোসাইটির প্রচার সম্পাদক ও ভবানীপুর আল-হেরা ইসলামি পাঠাগার এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Post a Comment

Previous Post Next Post