অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিল্লাল জেলার জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের শাহ নেওয়াজের ছেলে।
সোমবার রাত পৌনে আটটার দিকে উপজেলার মাধবকুন্ড পর্যটন এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকে মাধবকুন্ড পর্যটন এলাকার সাত তারা রেস্টুরেন্ট এলাকায় কৌশলে কিশোর ও যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি তারা থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম ও কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেনকে আটক করে।
এ ঘটনায় রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর-১৩।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ইয়াবা ট্যাবলেটসহ একজনেক আটকের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে বলেন, ‘গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
