আবারও মিরপুরে গেইল ঝড়

আবারও মিরপুরে গেইল ঝড়

অনলাইন ডেস্কঃ সিলেটের পর এবার ঢাকা ডায়নামাইসের বিপক্ষে ঝড় তুললেন ক্রিস গেইল। মঙ্গলবার বিপিএল ঢাকা পর্ব-১ এর শেষ ম্যাচে শুরুতে ব্রেন্ডন ম্যাককালামের উইকেট হারালেও নিজের স্বাভাবিক খেলাটাই চালিয়ে যান ক্যারিবীয়ান তারকা।

২৬ বলে ৪ ছয় এবং ৫ চারে অর্ধশতকের পরই ফিরে যান তিনি।
এর আগে, রংপুরের হয়ে প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও গতকাল সিলেটের বিপক্ষে ৩৯ বলে ৫০ রান করে নিজের নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করেন গেইল।

Post a Comment

Previous Post Next Post