স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার ২৫ নভেম্বর দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে। সাইদুল উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর ঘুনাইয়া লাইন এলাকার মোতাহির মিয়ার পুত্র।
জানা যায়, শনিবার দুপুরের দিকে সাইদুল ঘরের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে মাল্টিপ্লাগ লাগনোর সময় শর্টসার্কিটে বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
কুলাউড়া সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।