স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একটি বাড়িতে গাছ কাটতে গিয়ে কামাল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। শনিবার দুপুর দেড়টার দিকে কুলাউড়া সদর ইউনিয়নের ফুরন্দর পুর এলাকায় এঘটনাটি ঘটে। নিহত কামাল মিয়া একই উপজেলার পার্শ্ববর্তী জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর গ্রামের সোহাগ মিয়ার পুত্র।
জয়চন্ডী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রমজান আলী জানান, কামাল মিয়া দিন মজুর শ্রমিকের কাজ করতেন। শনিবার দুপুরে পার্শ্ববর্তী ইউনিয়নের ফুরন্দরপুর গ্রামের সঞ্জয় এর বাড়িতে গাছ কাটেতে যান। ছূট একটি গাছ কাটার সময় সেটি তাঁর ওপরে পড়ে মাথা থেতলে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়।
কুলাউড়া সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।