কুলাউড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পূশাইনগরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফয়ছল মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
এঘটনায় রবিবার (৫ নভেম্বর) ভোরে তাহের মিয়া (১৬)-কে ১নং আসামী করে ফয়ছালের বাবা চিনু মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা নং (০৬(১১)১৭) দায়ের করেন।
এর আগে গত শনিবার (৪ নভেম্বর) রাত ৮ টায় কুলাউড়ার পূশাইনগর ছোটই মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে এঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূশাইনগর এলাকায় স্থানীয় বাজারে টিভি দেখার সময় চিনু মিয়ার পুত্র ফয়ছল মিয়া এবং একই এলাকার আলতা মিয়ার পুত্র তাহের মিয়া (১৬) ঝগড়া শুরু করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাহের ধারালো ছুরি দিয়ে ফয়ছল (২৮) এর পেটের নিচ অংশে কোপ দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে ফয়সালের অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সিলেটে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু জানান, তারা সম্পর্কে একজন অন্য জনের চাচাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ফয়ছল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত করেই পালিয়ে গেছে তাহের। তবে খুব শিঘ্রই তাকে আটক করা হবে।

Post a Comment

Previous Post Next Post