স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরের আওয়াতাধীন ওয়ার্ড সমূহের জন্য জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে।
সিলেট মহানগরের আওতাধীন বর্তমানের ২৭ টি ওয়ার্ড কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী ১৫/১১/১৭ ইং এর মধ্যে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরের সভাপতি মো:মিফতাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মারজান হোসাইন বরাবর জমা দিতে বলা হয়েছে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগরের দপ্তর সম্পাদক সাইক আলম চৌ: সাক্ষরিত সংগঠনের প্যাডে এই জীবন বৃত্তান্ত আহবান করা হয়। এ বিষয়ে সভাপতি মো:মিফতাহ উদ্দিন বলেন "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে আগ্রহীরা যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব পাবেন"।
