মৌলভীবাজারবাসীর স্বপ্নপূরণে কাজ করে যাবো: শফিউল আলম চৌধুরী নাদেল


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাদে ভুকশিমইল ইউনিয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে গরীব অসহায়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিসিবি’র পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন- অবহেলিত, সুবিধা বঞ্চিত ও দুর্যোগ কবলিত মানুষের কল্যাণে আমি পরিকল্পনা অনুসারে কাজ করে যাচ্ছি। যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় জনসাধারণের পাশে দাঁড়িয়ে সবার পরামর্শে কাজ করে যাব। মৌলভীবাজারের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও নালা নর্দমারসহ সামগ্রীক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, মৌলভীবাজার বাসীর স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো। এ ক্ষেত্রে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
 

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু’র সভাপতিত্বে ও নোমান আহমদ সিদ্দিকী এবং আবুল বাতেন মানিকের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ক্রোটন্ড এন্ড ফিন্স্যান’র সিনিয়র ম্যানেজার আবুল বাতেন, ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন বাবু, এস্টেট ম্যানেজার সেলিম খান, সিলেট বিভাগ ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post