স্টাফ রিপোর্টারঃ আল্লামা ছাহেব ক্বিবলাহ বিশকুটি রহঃ এর প্রতিষ্ঠিত কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা ফারুক আহমদ সিলেট নর্থইষ্ট হসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ অক্টোবর (শনিবার) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি........রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ ৮ অক্টোবর রবিবার দুপুর ২.১৫ মিনিটে বিয়ানীবাজার দাউসউরা সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে অনুষ্টিত হবে।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বৎসর। তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। উল্লেখ্য যে তিনি বিগত ১৬ বৎসর যাবত জালালিয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করে গেছেন।