আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ সম্পন্ন

আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ সম্পন্ন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উছলাপাড়াস্থ লিটল স্টার একাডেমীতে আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় কুলাউড়া হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা, ভ্রাতৃত্ব, সমাজসেবা এই স্লোগানকে সামনে রেখে আক্তারুন্নেছা প্রাথমিক মেধা বৃত্তি ২০১৭ পরীক্ষা শুরু হয়।

দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সময়ে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদের সদস্য আব্দুল মানিক, মহিলা সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, রাউৎগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল’ বি আর ডিবির চেয়ারম্যান ফজলুল হক, দৈনিক জালালাবাদের কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, এইবেলার সম্পাদক আজিজুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জসিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, দৈনিক মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, প্রিয় কুলাউড়া ও ডেইলি বিডিমেইলের সম্পাদক একেএম জাবের, হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, কুলাউড়া ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল প্রমুখ।

কুলাউড়ার প্রায় ৩৯ টি স্কুলের ৩৫০ জন পরীক্ষার্থী এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করছে।

বৃত্তি পরীক্ষায় চেয়ারম্যানের দায়িত্বে আছেন উপধ্যক্ষ ফরহাদ আহমেদ, কো-চেয়ারম্যান এ এফ এম ফৌজি চৌধুরী, শহীদুল ইসলাম তনয়, জাফর সাদেক, পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ ডালিম ও হল সুপার সোহেল আহমদ। সার্বিক তত্বাবধানে ছিলেন ফারহান আহমেদ ও হুমায়ুন আহমেদ।

Post a Comment

Previous Post Next Post